পুলিশ জনগণের বন্ধু প্রমাণ করলো নড়াইলের এসপি জসিম উদ্দিন

0
81

উজ্জ্বল রায়,(নড়াইল জেলা) প্রতিনিধি: নড়াইলে প্রসব বেদনায় ছটফট করা রোগীকে হাসপাতালে পৌঁছে দিলেন পুলিশ সুপার।

পুলিশ জনগণের বন্ধু প্রমাণ করলো নড়াইল জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম,(বার) ২২/৬/২০ইং রাত্র ৯,৩০ সময় করোনার এই দুরসময়ে প্রসব বেদনায় ছটফট করছিলেন নিজ বাড়িতে ইতনা গ্রামের ইতি খানম, স্বামী তিতাস গাজী ,সং ইতনা পশ্চিমপাড়া, থানা লোহাগাড়া জেলা নড়াইল।

উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি জানান, করোনার কারণে কোন গাড়ি না পেয়ে রাত্র ৯,৩০ ঘটিকার সময় নড়াইল পুলিশ সুপারের নিকট ফোন দেয় তিতাস গাজী পুলিশ সুপার কে বলেন স্যার আমার স্ত্রী প্রসব বেদনায় ছটফট করছে করোনার কারণে কোন গাড়ি পাচ্ছিনা পুলিশ সুপার বলেন আপনি বাসায় থাকেন অ্যাম্বুলেন্স এক্ষুনি চলে যাবে।তাৎক্ষণিক পুলিশ সুপার ফোন করেন লোহাগড়া থানা ওসি সৈয়দ আশিকুর রহমান কে ব্যবস্থা নিতে বলে লোহাগাড়া থানার ওসি নিজস্ব টাকা দিয়া অ্যাম্বুলেন্স ভাড়া করে প্রসব বেদনায় ছটফট করা রোগীকে হাসপাতালে ভর্তি করেন। এবং প্রসূতি মায়ের যেন সঠিক চিকিৎসা হয় সব বিষয়ে সার্বিকভাবে খোঁজখবর নিচ্ছেন নিজে।উজ্জ্বল রায় (নড়াইল জেলা) প্রতিনিধি।