রাবিতে ছায়া জাতিসংঘের সম্মেলন শুরু বৃহস্পতিবার

0
97

রাবি প্রতিনিধি: ‘চতুর্থ শিল্প বিপ্লবের জন্য উদ্ভাবনের সংস্কৃতিকে উদ্দীপিত করা’ প্রতিপাদ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ষষ্ঠ বারের মতো ছায়া জাতিসংঘ সম্মেলন আগামী বৃহস্পতিবার (২৫ নভেম্বর) শুরু হবে। চারদিন ব্যাপী এই সম্মেলন শেষ হবে ২৮ নভেম্বর।

সোমবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের বিজনেস স্টাডিজ অনুষদের টিচার্স লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২৫ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠানের উদ্ধোধনী হবে। উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারতীয় সহকারী হাই-কমিশনার সঞ্জীব কুমার ভাটি। সম্মেলনে অংশগ্রহণকারীরা ৭টি ভিন্ন কমিটিতে নির্দিষ্ট এজেন্ডার আলোকে আন্তর্জাতিক বিষয় ও সমস্যাগুলো নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করবে। সম্মেলন শেষে অংশগ্রহণকারীদের সনদ ও অ্যাওয়ার্ড প্রদান করা হবে। সম্মেলনে বাংলাদেশের প্রায় ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়) প্রায় ৩০০ জন শিক্ষার্থী বিভিন্ন দেশের প্রতিনিধি হিসেবে অংশ নেবে। এছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বিচারক হিসেবে অংশগ্রহণ করবে।

আরো জানানো হয়, এবারের ছায়া জাতিসংঘের সমাপনী অনুষ্ঠিত হবে আগামী ২৮ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমেদ সিনেট ভবনে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভিসি অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

সংবাদ সম্মেলনে আরইউমুনার সভাপতি সাকিব আহমেদ বলেন, ২০২০ সালে আমাদের এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা মহামারির কারণে তা সম্ভব হয়নি। তবে সম্মেলনটি ‘রাজশাহী ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড ন্যাশনস ২০২০’ নামটিই থাকছে। এবারের এ সম্মেলনটি মুজিব শতবর্ষকে উৎসর্গ করা হবে।

সংবাদ সম্মেলনে আরইউমুনার উপদেষ্টা ও মার্কেটিং বিভাগের অধ্যাপক শাহ্ আজম, সাধারণ সম্পাদক নাদিয়া শারমিনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।