ডিএসইতে সপ্তাহের ব্যবধানে লেনদেন ১৮.৫৫ শতাংশ বেড়েছে

0
84

গত সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন আগের সপ্তাহের তুলনায় বেড়েছে। গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ৬ হাজার ৯৯২ কোটি টাকা। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১ হাজার ১০০ কোটি টাকা, যা বিগত সপ্তাহের চেয়ে ১৮.৫৫ শতাংশ বেশি। লেনদেনের পাশাপাশি গত সপ্তাহে ডিএসইর বাজার মূলধনও বেড়েছে।

ডিএসইর পাশপাশি দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) গত সপ্তাহে লেনদেন তার আগের সপ্তাহের তুলনায় বেড়েছে। গত সপ্তাহে প্রায় ২৫২ কোটি টাকার লেনদেন হয়েছে সিএসইতে, যেখানে আগের সপ্তাহে এই পরিমাণটা ছিল ১৬৫ কোটি টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে ৮৭ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে।

সাপ্তাহিক লেনদেন বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহে ডিএসইতে মোট ৬ হাজার ৯৯২ কোটি টাকার লেনদেন হয়। আগের সপ্তাহে লেনদেনের পরিমাণ ছিল ৫ হাজার ৮৯৮ কোটি টাকা। এক সপ্তাহের ব্যবধানে দেশের প্রধান পুঁজিবাজারটিতে লেনদেন বেড়েছে ১ হাজার ৯৪ কোটি টাকা বা ১৮ দশমিক ৫৫ শতাংশ।

লেনদেনের পাশাপাশি গত সপ্তাহে ডিএসইর বাজার মূলধনও উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে। গত সপ্তাহের শুরুতে ডিএসইর বাজার মূলধন ছিল ৫ লাখ ৫৬ হাজার কোটি টাকার বেশি। সপ্তাহ শেষে যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৬১ হাজার কোটি টাকায়। সপ্তাহের ব্যবধানে এক্সচেঞ্জটির বাজার মূলধন বেড়েছে ৪ হাজার ৬০০ কোটি টাকার বেশি বা দশমিক ৮৩ শতাংশ।

গত সপ্তাহে টাকার অংকে ডিএসইর গড় লেনদেনও বেড়েছে। গত সপ্তাহে পাঁচ কার্যদিবসে ডিএসইর গড় লেনদেন হয়েছে ১ হাজার ৩৯৮ কোটি টাকা। যেখানে আগের সপ্তাহে গড় লেনদেন ছিল ১ হাজার ১৭৯ কোটি টাকা।

লেনদেন ও বাজার মূলধনের পাশাপাশি গত সপ্তাহে ডিএসইর সব সূচকই বেড়েছে। এর মধ্যে সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯৫ দশমিক ৮৯ পয়েন্ট বা ১ দশমিক ৩৭ শতাংশ বেড়ে ৭ হাজার ৯১ দশমিক ৮২ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের সপ্তাহে যা ছিল ৬ হাজার ৯৯৫ দশমিক ৯৩ পয়েন্টে।

নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ সপ্তাহের ব্যবধানে ১৩ দশমিক ৯৮ পয়েন্ট বা দশমিক ৫২ শতাংশ বেড়ে ২ হাজার ৬৯৪ দশমিক ৯৫ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের সপ্তাহ শেষে যা ছিল ২ হাজার ৬৮০ দশমিক ৯৭ পয়েন্টে।

ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস ২ দশমিক ৭৫ পয়েন্ট বা দশমিক ১৯ শতাংশ বেড়ে ১ হাজার ৪৮০ দশমিক ৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের সপ্তাহ শেষে যা ছিল ১ হাজার ৪৭৭ দশমিক ৫৮ পয়েন্ট।

গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৪ কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ১৭৩টির, কমেছে ১৯১টির, অপরিবর্তিত ছিল ১৬টির। আর লেনদেন হয়নি ৪টির।

খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গত সপ্তাহে ডিএসইর মোট লেনদেনের ২৫ দশমিক ২ শতাংশ নিয়ে শীর্ষ অবস্থানে রয়েছে ব্যাংক খাত। ১২ দশমিক ৪ শতাংশ নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ওষুধ ও রসায়ন খাত। ১২ দশমিক ৩ শতাংশ নিয়ে তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে বিবিধ খাত। ১১ দশমিক ৩ শতাংশ নিয়ে তালিকায় চতুর্থ স্থানে রয়েছে বস্ত্র খাত। এছাড়া পরের অবস্থানে রয়েছে যথাক্রমে প্রকৌশল ও আর্থিক প্রতিষ্ঠান খাত। খাত দুটোর লেনদেন ছিল যথাক্রমে ৫ দশমিক ১ ও ৪ দশমিক ৭ শতাংশ।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত সপ্তাহে প্রায় ২৫২ কোটি টাকার লেনদেন হয়েছে। যেখানে আগের সপ্তাহে লেনদেন ছিল ১৬৫ কোটি টাকার। গত সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১ দশমিক ১ শতাংশ বেড়ে ২০ হাজার ৭২৩ দশমিক ১২ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের সপ্তাহ শেষে যা ছিল ২০ হাজার ৪৯৭ দশমিক ২৪ পয়েন্টে। আলোচ্য সময়ে সিএসইতে মোট ৩৩৬টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪৬টির, কমেছে ১৭৬টির আর অপরিবর্তিত ছিল ১৪টির শেয়ারের দর।