ধামরাই উপজেলার ১৫টি ইউপি নির্বাচনে আ’লীগ ৮ ,স্বতন্ত্র৭ প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত

0
141

রনজিত কুমার পাল (বাবু), ঢাকা জেলা প্রতিনিধি: নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত ইউনিয়ন পরিষদের দ্বিতীয় ধাপের ১১ই নভেম্বর -২০২১ অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদের নির্বাচনে রাজধানী ঢাকার অদূরে ঢাকা জেলার ধামরাই উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে মোট ৫৭ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে এর মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ১৫ জন নৌকা প্রতীক নিয়ে অবশিষ্ট ৪২ জন জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীক,ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত প্রার্থীরা হাতপাখা সহ স্বতন্ত্র প্রার্থীরা বিভিন্ন প্রতীক নিয়ে ইউনিয়ন পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচনে অংশ গ্রহণ করেন।

এতে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীক নিয়ে ৮ জন প্রার্থী বিজয়ী হয়, স্বতন্ত্র প্রার্থীরা ৭ জন বিভিন্ন প্রতীক নিয়ে বিজয়ী হয়।

ইউনিয়ন পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচনে ঢাকা জেলার ধামরাই উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিজয়ী নবনির্বাচিত চেয়ারম্যান তারা হলেন-

১। ধামরাই সদর ইউনিয়ন বিজয়ী মশিউর রহমান, চশমা মার্কা( স্বতন্ত্র)
২। ভাড়ারিয়া ইউনিয়ন বিজয়ী মোসলেম উদ্দিন মাসুম, চশমা মার্কা ( স্বতন্ত্র)
৩।চৌহাট ইউনিয়ন বিজয়ী পারভীন হাসান প্রীতি ঘোড়া মার্কা (স্বতন্ত্র)
৪। সোমভাগ ইউনিয়ন বিজয়ী প্রভাষক আওলাদ হোসেন আনারস মার্কা (স্বতন্ত্র )
৫। সানোড়া ইউনিয়ন খালেদ মাসুদ লাল্টু, নৌকা (আওয়ামীলীগ )
৬। কুশুরা ইউনিয়ন বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহম্মেদ, নৌকা (আওয়ামীলীগ)
৭। বাইশাকান্দা ইউনিয়ন মিজানুর রহমান মিজান, নৌকা ( আওয়ামীলীগ )
৮। আমতা ইউনিয়ন বিজয়ী আরিফ হোসেন, নৌকা ( আওয়ামীলীগ)
৯। বালিয়া ইউনিয়ন বিজয়ী মজিবর রহমান, নৌকা ( আওয়ামীলীগ )
১০। সূয়াপুর ইউনিয়ন বিজয়ী বীর মুক্তিযোদ্ধা কফিল উদ্দিন, নৌকা (আওয়ামীলীগ)
১১। নান্নার ইউনিয়ন বিজয়ী আলতাফ হোসেন মোল্লা, আনারস মার্কা (স্বতন্ত্র)
১২। যাদবপুর ইউনিয়ন বিজয়ী মিজানুর রহমান মিজু, আনারস মার্কা (স্বতন্ত্র)।
১৩। কুল্লা ইউনিয়ন বিজয়ী লুৎফর রহমান (স্বতন্ত্র), আনারস মার্কা
১৪।রোয়াইল ইউনিয়ন বিজয়ী বীর মুক্তিযোদ্ধা কাজিম উদ্দীন,নৌকা (আওয়ামীলীগ)
১৫।গাঙ্গুটিয়া ইউনিয়ন নৌকা প্রতিকের বিজয়ী চেয়ারম্যান আঃ কাদের মোল্লা (আওয়ামীলীগ)

নির্বাচন কমিশন সূত্রে জানা যায় যে সকল প্রার্থী নির্বাচনে অংশ গ্রহণ করে মোট প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট পেতে ব্যর্থ হয়েছে তাঁদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।
এ’নির্বাচনে ধামরাই উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে ৫৭ জন এর মধ্যে মোট ২২ জন চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। এরা হলেন-
ধামরাই ইউনিয়ন পরিষদের নির্বাচনে মোট প্রদত্ত ভোট ৮৫৭৭, আট ভাগের এক ভাগ ভোট ১০৭২ । এতে জামানত বাজেয়াপ্তদের প্রাপ্ত ভোট- জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে আব্দুল হাদী পেয়েছেন ২৪১ ভোট,বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে আলহাজ্ব শাহাবদ্দিন ৫৭৬ ভোট

চৌহাট ইউনিয়ন পরিষদের নির্বাচনে প্রাপ্ত ভোট পড়েছে ১৩৩৭৯ ভোট,আট ভাগের এক ভাগ ১৬৭২ ভোট। এ’ইউনিয়নে জামানত হারিয়েছে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে ইউসুফ আলী প্রাপ্ত ভোট ৫২৫ ভোট,স্বতন্ত্র প্রার্থী সাঈদ চশমা প্রতীক নিয়ে ১৭ ভোট,,মোশারফ হোসেন মোটর সাইকেল নিয়ে ১৫ ভোট।
গাঙ্গুটিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে মোট প্রাপ্ত ভোট ১৪৬১৪।আট ভাগের একভাগ ১৮২৪ ভোট।এ’ইউনিয়নে জামানত হারিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর হাতপাখা প্রতীক নিয়ে মনিরুল হক প্রাপ্ত ভোট ৯২৯ ভোট পেয়ে জামানত হারিয়েছে।

কুল্লা ইউনিয়ন পরিষদের নির্বাচনে প্রাপ্ত ভোট ২২৩৯৭ আট ভাগের এক ভাগ ২৪০০ ভোট।এ’ইউনিয়নে জামানত হারিয়েছেন জাতীয় পার্টি কর্তৃক মনোনীত লাঙ্গল প্রতীক নিয়ে জানিফ হোসেন ২১৮ ভোট পেয়ে ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর হাতপাখা প্রতীক নিয়ে ৪২৪ ভোট পেয়ে আব্দুস কুদ্দুস জামানত হারিয়েছে।
ভাড়ারিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে প্রাপ্ত ভোট ১৪৩৬৯ ভোট, আট ভাগের এক ভাগ ১৭৯৫ ভোট।জামানত হারিয়েছেন স্বতন্ত্র প্রার্থীদয আব্দুর রাজ্জাক মোটরসাইকেল প্রতীক নিয়ে ৩১৬ ভোট,জিয়াউল হক ঘোড়া প্রতীক নিয়ে প্রাপ্ত ভোট ১৩ ভোট পেয়ে।

বাইশাকান্দা ইউনিয়ন পরিষদের নির্বাচনে প্রাপ্ত ভোট ১১০০ । আট ভাগের এক ভাগ ১৩৭৫ ভোট, সোহরাব হোসেন আনারস প্রতীক নিয়ে ৬৯ ভোট পেয়ে জামানত বাজেয়াপ্ত হয়েছে।

আমতা ইউনিয়ন পরিষদের নির্বাচনে প্রাপ্ত ভোট ৯৮৮২। আট ভাগের এক ভাগ ১২৩৫ ভোট। এতে স্বতন্ত্র প্রার্থী ওয়াসীম আকরাম রাজা মোটরসাইকেল প্রতীক নিয়ে ১১৯ ভোট,জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে খোরশেদ আলম ৫১ ভোট এছাড়াও মাহবুব আলম ঘোড়া প্রতীক নিয়ে ১৬৬ ভোট পেয়ে জামানত হারিয়েছেন
সুয়াপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে প্রাপ্ত ভোট ১১০৭৯। আট ভাগের এক ভাগ ১৩৮৫
চেয়ারম্যান পদে মাহফুজুর রহমান মোটরসাইকেল প্রতীক নিয়ে ৮৫ ভোট,আনোয়ারুল হক ঘোড়া প্রতীক নিয়ে ৫৫৪ ভোট,ওবায়দুল্লাহ খান ১৯৩ ভোট,হাফিজুর রহমান চশমা প্রতীক নিয়ে ২০৭ ভোট পেয়ে জামানত হারিয়েছে।

সবচেয়ে আলোচিত-সমালোচিত বিষয় ধামরাই উপজেলা ১৫টি ইউনিয়ন এর মধ্যে ধামরাই ইউনয়নে নৌকা প্রতীকের আওয়ামী লীগের মনোনীত একমাত্র প্রার্থী আলহাজ্ব শাহাবদ্দিন এর জামানত বাজেয়াপ্ত হয়েছে । তিনি মোট প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগেরও কম ভোট পেয়েছে ।