নীলফামারীতে আরো ১০ জন করোনায় আক্রান্ত, জেলায় তিন শতাধিক ছাড়ালো

0
90

মোঃ ফরহাদ হোসাইন, নীলফামারী প্রতিনিধি: ২২ জুন সোমবার নীলফামারীতে নতুন করে আরো ১০ জন করোনা পজেটিভ হয়। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাড়ায় ৩০৮ জনে।

রাত প্রায় ৯ টার সময় নীলফামারীর সিভিল সার্জন ডাঃ রনজিৎ কুমার বর্মণ বিষয়টি নিশ্চিত করে জানান, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের নিকট হতে এ তথ্য পাওয়া যায়।

জেলায় ১০ জন করোনায় পজেটিভের মধ্যে- সদরে-৫ (ইপিজেড-১, হাড়োয়া সুইচ গেট ও বিশা পাড়া-১+১, চড়াইখোলা কোরানী পাড়া-১, দারোয়ানি-১); সৈয়দপুর উপজেলায়-১; জলঢাকা উপজেলায়-৪ (মীরগঞ্জ কালকাউট-১, শিমুল বাড়ী বরবন্দ-১, গোলনা কালিগঞ্জ-১, কলেজ পাড়া-১) জন।

এ নিয়ে জেলায় সর্বমোট করোনা শনাক্ত ৩০৮ জন। এর মধ্যে নীলফামারী সদরে-৯৯, জলঢাকা উপজেলায়-৬১, ডিমলা উপজেলায়-৪৭, সৈয়দপুর উপজেলায়-৪১, ডোমার উপজেলায়-৩৪ এবং কিশোরগঞ্জ উপজেলায়-২৬ জন।

জেলায় চিকিৎসাধীন আছেন ১৩৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫২ জন। মৃত্যু বরন করেছেন ৬ জন।