শালিখায় ইউপি নির্বাচন, আওয়ামীলীগের ৯ বিদ্রোহী প্রার্থী বহিস্কার


কামরুজ্জামান অন্তর, শালিখা প্রতিনিধি: ২৮ তারিখে তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে মাগুরার শালিখায় জমে উঠেছে প্রচার প্রচারনা, চলছে প্রার্থীদের দারে দারে ভোট চাওয়া ও জোর গন সংযোগ।এমন পরিস্থিতিতে বেকায়দায় পড়েছে বর্তমান ক্ষমতাশীন দল আওয়ামী লীগ। নিজের দলের একাধিক প্রার্থী হয়ে নিজেরা নির্বাচনি লড়াইয়ে মুখোমুখি অবস্থানে আওয়ামী লীগের নেতারা। এমনই পরিবেশ দেশের প্রায় সব জেলা উপজেলায় আর এরও ব্যাতিক্রম নয় শালিখা উপজেলাও।
এ উপজেলায় মোট সাতটি ইউনিয়নে সাতজনের আওয়ামী লীগের মনোনয়নের বাইরে আরও নয় জন বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচন করছেন।
উপজেলায় যারা বিদ্রোহী প্রার্থী তারা হলেনঃ১ং ধনেশ্বরগাতি ইউনিয়নের গোলাম সরওয়ার,জেলা সদস্য আওয়ামী লীগ,২ং তালখড়ি ইউনিয়নের শামসুর রহমান ও মজনু,সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগ ও সভাপতি ইউনিয়ন আওয়ামী লীগ,৩ং আড়পাড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আরজ আলী সেক্রেটারি উপজেলা আওয়ামী লীগ,৪ং শতখালী ইউনিয়নের আকবর আলী মোল্লা ও কামাল হোসেন সহ-সভাপতি,সভাপতি ইউনিয়ন আওয়ামী লীগ,৫ং শালিখা ইউনিয়নের আলতাফ হোসেন ও আনিচুর,৬ং ইউনিয়নের ইমদাদুল,৭ং ইউনিয়ন গঙ্গারামপুরের সামসুর রহমান।
বিদ্রোহীদের কোন ভাবেই নিয়ন্ত্রণ করতে না পেরে জেলার নেতারা ১৭/১১/২০২১ইংতারিখে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিদ্রোহীদের বহিষ্কারের বিষয়টি জানান।