শাহরুখপুত্র আরিয়ানের দেহরক্ষী হতে আবেদনপত্রের হিড়িক

0
87

ছেলে আরিয়ান খানের জন্য বডিগার্ড নিয়োগের পরিকল্পনা করছেন শাহরুখ খান। বিষয়টা গোপন নেই। ছেলের যে কোনো বিপদের মুখে কেউ যেন তাকে আগলে রাখেন সেই ভাবনা থেকেই বডিগার্ড খুঁজছেন এসআরকে। এ খবর জানাজানি হতেই বেধেছে বিপত্তি। ডজন ডজন আবেদনপত্র জমা পড়েছে বাদশার প্রযোজনা সংস্থা ‘রেড চিলিজ এন্টারটেইনমেন্ট’ র দফতরে।

বহু নিরাপত্তা সংস্থা এবং ব্যক্তিগত দেহরক্ষীরা যোগাযোগ করা শুরু করেছেন। ভারতের বেশকিছু গণমাধ্যমেই খবরটি প্রকাশ হয়েছে। সেসব খবরে বলা হয়, মাদক মামলায় ২৮ দিন জেল খেটে গত মাসের শেষদিকে বাড়ি ফিরেছেন ২৪ বছরের আরিয়ান। আজ শনিবারই আরিয়ানের জন্মদিন। ছেলের এই বিশেষ দিনটি উদযাপনের অপেক্ষায় ছিলেন আরিয়ানের বাবা-মা শাহরুখ এবং গৌরী খান।

দিন কয়েক পর ‘পাঠান’ ছবির শুটিংয়ের জন্য স্পেনে উড়ে যাবেন কিং খান। ব্যস্ত হয়ে পড়বেন গৌরীও। তাই শাহরুখ চাইছেন দেশ ছাড়ার আগে ছেলের নিরাপত্তার জন্য একজন দেহরক্ষী রেখে যাবেন। আপাতত এ দায়িত্ব পালন করবেন বলিউড বাদশাহ’র ছায়াসঙ্গী রবি। তবে আলাদা করেই ছেলের জন্য একজন বডিগার্ড খুঁঁজছেন তিনি। সেটা জানাজানি হতেই আবেদনের বন্যা বয়ে যাচ্ছে।