নীলফামারীতে ১১ইউপির নির্বাচন; স্বতন্ত্র ৯, নৌকা ২

0
101

মোঃ ফরহাদ হোসাইন, নীলফামারী প্রতিনিধি: নীলফামারী সদর উপজেলার ১১ ইউনিয়ন পরিষদের নির্বাচনে ৯টিতে স্বতন্ত্র ও ২টিতে নৌকা বিজয়ী হয়েছে।

বৃহস্পতিবার ভোট গ্রহণ ও গণনা শেষে সদর উপজেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন রিটানিং কর্মকর্তা সদর উপজেলা নির্বাচন অফিসার আফতাব উজ্জামান।

সদর উপজেলা নির্বাচন অফিসার আফতাব উজ্জামান জানান, নীলফামারী সদর উপজেলার ১১ টি ইউনিয়নের নির্বাচনী ফলাফল; স্বতন্ত্র ৯টি ও নৌকা ২টি।

বিজয়ী প্রার্থীরা হলেন, লক্ষ্মীচাপ ইউনিয়নে -আমিনুর রহমান (আনারস), পলাশবাড়ি ইউনিয়নে -ইব্রাহিম তালুকদার (আনারস), কচুকাটা ইউনিয়নে -আব্দুর রউফ (আনারস), রামনগর ইউনিয়নে -ওবায়দুল ইসলাম (মোটরসাইকেল) পঞ্চপুকুর ইউনিয়নে -ওয়াহেদুল ইসলাম (ঘোড়া), সোনারায় ইউনিয়নে -নুরুল ইসলাম (আনারস), চওড়া বড়গাছা ইউনিয়নে -আবুল খায়ের বিটু (চশমা), চড়াইখোলা ইউনিয়নে -মাসুম রেজা (মোটরসাইকেল), চাপড়া সরমজানী ইউনিয়নে -জাহাঙ্গীর আলম লালন ফকির (চশমা) এবং সংগলশী ইউনিয়নে -কাজী মোস্তাফিজার রহমান (নৌকা), গোড়গ্রাম ইউনিয়নে-মাহবুব জর্জ (নৌকা) প্রতীক নিয়ে বিজয় লাভ করেন।

বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত উত্তাপ আর উৎকন্ঠার মধ্য দিয়ে কঠোর নিরাপত্তায় ভোটগ্রহণ হয়। নির্বাচনে ভোটারদের স্বর্ত:স্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মত। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা বা সহিংসতার খবর পাওয়া যায়নি। নির্বাচন নির্বিগ্ন করতে স্ট্রাইকিং ফোর্স হিসেবে পুলিশ, বিজিবি সহ তিন প্লাটুন মোতায়োন ছিল।