দেশজুড়ে

নীলফামারীতে ১১ইউপির নির্বাচন; স্বতন্ত্র ৯, নৌকা ২

মোঃ ফরহাদ হোসাইন, নীলফামারী প্রতিনিধি: নীলফামারী সদর উপজেলার ১১ ইউনিয়ন পরিষদের নির্বাচনে ৯টিতে স্বতন্ত্র ও ২টিতে নৌকা বিজয়ী হয়েছে।

বৃহস্পতিবার ভোট গ্রহণ ও গণনা শেষে সদর উপজেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন রিটানিং কর্মকর্তা সদর উপজেলা নির্বাচন অফিসার আফতাব উজ্জামান।

সদর উপজেলা নির্বাচন অফিসার আফতাব উজ্জামান জানান, নীলফামারী সদর উপজেলার ১১ টি ইউনিয়নের নির্বাচনী ফলাফল; স্বতন্ত্র ৯টি ও নৌকা ২টি।

বিজয়ী প্রার্থীরা হলেন, লক্ষ্মীচাপ ইউনিয়নে -আমিনুর রহমান (আনারস), পলাশবাড়ি ইউনিয়নে -ইব্রাহিম তালুকদার (আনারস), কচুকাটা ইউনিয়নে -আব্দুর রউফ (আনারস), রামনগর ইউনিয়নে -ওবায়দুল ইসলাম (মোটরসাইকেল) পঞ্চপুকুর ইউনিয়নে -ওয়াহেদুল ইসলাম (ঘোড়া), সোনারায় ইউনিয়নে -নুরুল ইসলাম (আনারস), চওড়া বড়গাছা ইউনিয়নে -আবুল খায়ের বিটু (চশমা), চড়াইখোলা ইউনিয়নে -মাসুম রেজা (মোটরসাইকেল), চাপড়া সরমজানী ইউনিয়নে -জাহাঙ্গীর আলম লালন ফকির (চশমা) এবং সংগলশী ইউনিয়নে -কাজী মোস্তাফিজার রহমান (নৌকা), গোড়গ্রাম ইউনিয়নে-মাহবুব জর্জ (নৌকা) প্রতীক নিয়ে বিজয় লাভ করেন।

বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত উত্তাপ আর উৎকন্ঠার মধ্য দিয়ে কঠোর নিরাপত্তায় ভোটগ্রহণ হয়। নির্বাচনে ভোটারদের স্বর্ত:স্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মত। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা বা সহিংসতার খবর পাওয়া যায়নি। নির্বাচন নির্বিগ্ন করতে স্ট্রাইকিং ফোর্স হিসেবে পুলিশ, বিজিবি সহ তিন প্লাটুন মোতায়োন ছিল।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button