কমলনগরে নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে প্রার্থীদের সাথে মতবিনিময় সভা


মোঃ সুমন উদ্দিন, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ লক্ষ্মীপুর কমলনগর উপজেলার ২য় পর্যায়ে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ সাধারন নির্বাচন-২০২১ উপলক্ষে চর লরেঞ্চ, চর মাটিন, চর কাদিরা ৩ টি ইউনিয়নের বৈধ প্রার্থীদের সাথে নির্বাচনী আচরণ-বিধি প্রতিপালন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ নভেম্বর) সকাল ১০টায় হাজির হাট উপকূল সরকারি কলেজ হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে আগামী ১১ নভেম্বর ২য় পর্যায়ে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ সাধারন নির্বাচন-২০২১ উপলক্ষে ৩ টি ইউনিয়নের বৈধ প্রার্থীদের সাথে নির্বাচনী আচরণ বিধি প্রতিপালন সংক্রান্ত এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
কমলনগর উপজেলা প্রশাসনের আয়োজনে প্রার্থীদের নির্বাচনী আচরণ-বিধি প্রতিপালন বিষয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোসাইন আকন্দ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ড.এ এইচ এম কামরুজ্জামান।
কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান সভাপতিত্বে প্রার্থীদের আচরণ বিধি প্রতিপালনে বিষয়ে আরো বক্তব্য রাখেন কমলনগর উপজেলা সহকারী ভূমি কমিশন পূদম পুস্প চাকমা, উপজেলা নির্বাচন কর্মকতা মোঃ জায়েদ হোসেন, কমলনগর থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ মোসলেহ উদ্দিনসহ প্রার্থীগন।
এসময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউ পি সদস্য পদের প্রার্থীদের বিভিন্ন মতামত গ্রহন করেন অতিথি বৃন্দ এবং সকল প্রার্থীদের নির্বাচনী আচরণ বিধি মেনে চলার জন্য আহ্বান করেন।
এসময় বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, নির্বাচনী প্রার্থীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।