নিত্য পণ্যের মূল্য বৃদ্ধিতে মুক্তিযোদ্ধার সন্তানের অভিনব প্রতিবাদ


জেলা প্রতিনিধি, নাটোরঃ গ্যাস, ডিজেল ও কেরোসিনসহ নিত্য পণ্যের মূল্য বৃদ্ধিতে নাটোরে অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুক্তিযোদ্ধা সন্তান রফিকুল ইসলাম নান্টু। “গ্যাস কেনার টাকা নাই, আসুন তবে কাঁচা খাই” এই শিরোনামে ব্যানার টানিয়ে গ্যাসের খালি সিলিন্ডার সামনে রেখে কাঁচা তরকারি খেয়ে প্রতিবাদ জানান তিনি। রোববার (০৭ নভেম্বর) সকাল দশটার দিকে নাটোর প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদ কর্মসূচী পালন করেন তিনি।
প্রতিবাদকারী রফিকুল ইসলাম জানান, দুই বছর ধরে করোনায় এমনিতেই অর্থনীতির চাকা স্তব্ধ হয়ে গেছে। মানুষের জীবন-জীবিকা বদলে গেছে। মানুষ যখন এই মহামারী কে জয়ের জন্য লড়াই করছে সেই সময়ে হঠাৎ করে তেল-গ্যাস সহ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। এর জন্যে একজন মুক্তিযোদ্ধার সন্তান ও সাংস্কৃতিক কর্মী হিসেবে প্রতিবাদ করতেই হবে। তাই আমি একাই এই প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করেছি।
প্রায় ঘণ্টা ব্যাপী এই কর্মসূচি চলাকালে তিনি হ্যান্ড মাইকে তেল ও গ্যাসের মুল্য কমানোর জন্য প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানান।
তার এই অভিনব প্রতিকি প্রতিবাদ করা দেখে অনেকেই থমকে দাঁড়ান। কেউ কেউ একাত্মতা প্রকাশ করে তার পাশে বসে প্রতিকি প্রতিবাদ জানান।