দেশজুড়ে

রাণীশংকৈলে সড়ক দূর্ঘটনায় এক স্কুল শিক্ষকের মৃত্যু

সফিকুল ইসলাম শিল্পী, রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁয়ের রানীশংকৈল পুরাতন সেন্টার সংলগ্ন মহাসড়কের পশ্চিম পাশে পাকা রাস্তায় এক সড়ক দুর্ঘটনায় একজন স্কুল শিক্ষকের নিহত হওয়ার খবর পাওয়া গেছে । ৬ নভেম্বর শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষকের নাম মুকুল রানা (৩৭)। তিনি উপজেলার গোগর সরকার পাড়া এলাকার বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমানের ছেলে এবং কোচল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। স্ত্রীসহ তার এক কন্যা সন্তান রয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, আনুমানিক সন্ধা ৬ টার দিকে গোগর হতে রাণীশংকৈলে একটি পালসার মোটরসাইকেল যোগে আসার পথে শিক্ষক মৃত মুকুল রানা পুরাতন সেন্টার নামক এলাকায় দূর্ঘটনায় কবলিত হয়ে পরে থাকে।

পরে পথচারীরা দেখতে পেয়ে রানীশংকৈল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা দেন। কোন যানবাহনের সাথে দুর্ঘটনাটি ঘটেছে তা এখনো জানা যায়নি। তবে স্থানীয়রা মনে করছেন ভারী কোন যানবাহনের সাথে এ দুর্ঘটনা ঘটতে পারে ।এ রিপোর্ট লেখা পর্যন্ত র্মৃত্যের লাশ এখনো হাসপাতালে রয়েছে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button