দেশজুড়ে

শ্রীনগরের ভাগ্যকুলে এসএসসি পরীক্ষার্থীর বিদায় অনুষ্ঠান

আরিফুর ইসলাম শ্যামল: মুন্সীগঞ্জের শ্রীনগরে ঐতিহ্যবাহী হরেন্দ্র লাল স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষা-২০২১ উপলক্ষে পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল হয়েছে। শনিবার সকালে ভাগ্যকুলে বিদ্যালয় কতৃপক্ষের উদ্যোগে স্কুল হলরুমে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গভর্নিং বডির চেয়ারম্যান মাকসুদ আলম ডাবলু।

শিক্ষক আবু সাঈদ তালুকদারের পরিচালনায় অনুষ্ঠানে এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভাগ্যকুল হরেন্দ্র লাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মু. মুজিবুর রহমান তালুকদার, গভর্নিং বডির সদস্য এটিএম মাসুদ, মিজানুর রহমান পাঠান, মামুন কবির, জানে আলম, ইয়াকুব হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ গাজী, বীর মুক্তিযোদ্ধা শামসুজ্জামান, লেখক মুজিব রহমান, অভিভাবক সামসুদ্দিন বাবুল, রিয়াজুল ইসলাম লাভলু, সাইদুল ইসলাম বাবু, শিক্ষক আবু তাহের ফারুকী প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ। আলোচনা শেষে শিক্ষক মোহাম্মদ আলীমের পরিচালনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জানা যায়, ভাগ্যকুল হরেন্দ্র লাল স্কুল এন্ড কলেজ থেকে এবার মোট ৫০৭ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করতে যাচ্ছে। এরমধ্যে নিয়মিত পরীক্ষার্থী ৪৬৮ জন। আগামী ১৪ নভেম্বর ২০২১ খ্রী: এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button