রাজধানী

সিরডাপ এ অনুষ্ঠিত হলো যুব ছায়া সংসদের ১২তম অধিবেশন

রিসাত রহমান, ডেস্ক রিপোর্টঃ ৬ নভেম্বর, শনিবার সকাল ১০ঃ৩০ মিনিটে ঢাকাস্থ সিরডাপ আন্তর্জাতিক মিলনায়তনে “নয়া স্বাভাবিকতায় পুষ্টি নিরাপত্তা চ্যালেঞ্জ : মোকাবেলায় চাই আইনি কাঠামো” শীর্ষ প্রস্তাবনা নিয়ে ‘যুব ছায়া সংসদ’ এর দ্বাদশ অধিবেশন অনুষ্ঠিত হলো। বাংলাদেশ জাতীয় সংসদের আদলে অনুষ্ঠিতব্য এই যুব ছায়া সংসদে দেশের বিভিন্ন অঞ্চল থেকে শতাধিক যুব ছায়া সংসদ সদস্য অংশ নেয় এবং প্রস্তাবনার পক্ষে-বিপক্ষে নিজেদের যুক্তি তুলে ধরেন।

বাংলাদেশ যুব ছায়া সংসদ একটি স্বেচ্ছাব্রতী জাগরণ মঞ্চ যা ২০১৪ সালের ডিসেম্বরে যাত্রা শুরু করেছে। দেশের এক-তৃতীয়াংশ জনগোষ্ঠী তথা ৬ কোটি যুবকদের মধ্যে গণতান্ত্রিক ধারায় সমস্যা সমাধানের অনুশীলন বা চর্চা বৃদ্ধি ও ‘দারিদ্রমুক্ত ও উন্নত বাংলাদেশ’ গড়াড় প্রত্যাশা বাস্তবায়নে যুব নেতৃত্ব বিকাশে যুব ছায়া সংসদ কাজ করছে।

স্বাগত বক্তব্যে হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের কান্ট্রি ডিরেক্টর ও যুব ছায়া সংসদের সংগঠক জনাব আতাউর রহমান মিটন বলেন,”ভবিষ্যতের বাংলাদেশে নেতৃত্ব দিবে আজকের যুবরাই। তাই তাদের কথা বলার সুযোগ করে দিতে হবে শুনতে হবে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে তারা কি ভাবছে।

যুব ছায়া সংসদ মনে করে, করোনা মহামারীতে আমাদের খাদ্য নিরাপত্তা শৃংখল ক্ষতিগ্রস্ত হলেও নয়া স্বাভাবিক পরিস্থিতিতে পুষ্টিকর খাদ্য উৎপাদন বৃদ্ধি, খাদ্যের পুষ্টিমান ও গুণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি, বাজারে পণ্য মূল্য সহনশীল রাখা, পুষ্টি ঘাটতি মোকাবেলায় বিশেষ সহায়তা কর্মসূচি চালু করা, ইত্যাদি সমন্বিত কার্যক্রম গ্রহণ করতে হবে।

সরকারের পাশাপাশি দেশের এক তৃতীয়াংশ জনগোষ্ঠী তথা যুবদের এই কার্যক্রমে বিশেষ গুরুত্ব দিয়ে সম্পৃক্ত করার কথাও ভাবতে হবে। ‘যুবদের কর্মই আগামীর ভবিষ্যৎ’ এভাবে চিন্তা করতে হবে যাতে যুবরা পুষ্টিকর খাদ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বিপণনে বেশি বেশি সম্পৃক্ত হয়। পাশাপাশি সরকারকে পুষ্টিকর খাদ্য নিরাপত্তা সহায়ক যথাযথ আইনী কাঠামো তৈরি করতে হবে”।

যুব ছায়া সংসদের দ্বাদশ অধিবেশনের অতিথি পর্বে বক্তব্য রাখেন ডিবিসি নিউজ চ্যানেলের চেয়ারম্যান ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ইকবাল সোবহান চৌধুরী। তিনি বলেন, “আমাদের নতুন প্রজন্মের জন্য, যুবদের অধিকার আদায়ের জন্য, এই দেশের ভবিষ্যতের জন্য এমন চর্চা দরকার”।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে মনিরুজ্জামান বিপুল,মাটি ও মানুষ (বিটিভি) এর সঞ্চালক অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী, হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর আঞ্জুমান আক্তার, ইউথ এগেইনষ্ট হাঙ্গার এর সভাপতি রাইসুল মিল্লাত সাফকাত বক্তব্য প্রদান করেন।

সরকারি দল ও বিরোধী দলের প্রস্তাবনার পক্ষে বিপক্ষে নিজেদের যুক্তি উপস্থাপনের পর যুব ছায়া সংসদের স্পিকার আমান্না জাহান বিভা সমাপনী বক্তব্যে বলেন, “মহান সংবিধানের ঘোষণায় বর্ণিত সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিত করা এবং সংবিধানের প্রস্তাবনামতে স্বাধীন সত্তায় বাংলাদেশের সমৃদ্ধি লাভ এবং সংবিধানের ১৪, ১৫, ১৭, ১৯, ২০ ও ২১ অনুচ্ছেদ টেকসইভাবে অর্জন করতে চাইলে দেশের এই সম্ভাবনাময় জনগোষ্ঠীর সুপ্তশক্তির বিকাশ নিশ্চিত করতে হবে।”
সমাপনী বক্তব্যে সভাপতি সাফকাত বলেন,”যুব সংসদ যুব ক্ষমতায়নের প্রতীক”।

বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি তথা সুবর্ণজয়ন্তী উদযাপনের শুভলগ্নে দেশের শতভাগ মানুষের খাদ্য ও নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে যথাযথ আইনি কাঠামো দাবি করা অত্যন্ত সময়োপযোগী। আগামী ২০৩০ সালের মধ্যে এসডিজি স-২ তথা ক্ষুধা অবসানের ঘোষিত লক্ষ্য পূরনে হাতে থাকা সময় সঠিকভাবে কাজে লাগাতে হবে। সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠুক যুব সমাজের বিকশিত নেতৃত্বে এমন আশা ব্যক্ত করে সংগঠনটি।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button