দেশজুড়ে
চট্টগ্রামে কমেছে মৃত্যু, বেড়েছে শনাক্ত


চট্টগ্রামে করোনায় টানা তিনদিন মৃত্যুহীন দিন পার করছে। গত ২৪ ঘণ্টায়ও করোনায় কারো মৃত্যু হয়নি। তবে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৭ জনের শরীরে। চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় ১ হাজার ৩২৫ জনের মৃত্যু হয়েছে। তারমধ্যে নগরের ৭২৩ জন এবং ৬০২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
এছাড়া এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ২ হাজার ২৪৫ জনের। এরমধ্যে নগরের ৭৩ হাজার ৯৮২ জন এবং ২৮ হাজার ২৬৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা-সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।