দেশজুড়ে

ময়মনসিংহ মেডিকেলে আরও দুইজনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় একজন ও উপসর্গ নিয়ে একজন মারা গেছেন। এদের মধ্যে একজন ময়মনসিংহের এবং শেরপুরের একজন। এ নিয়ে চলতি নভেম্বর মাসে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গে ৫ জনের মৃত্যু হলো। গত জুলাই, আগষ্ট, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে ১ হাজার ১৩৩ জনের মৃত্যু হয়েছিল।

করোনা আক্রান্তে মৃত শেরপুর সদরের রাশিদা বেগম (৭০) ও ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার সখিনা (৬২) করোনা উপসর্গে মারা যান।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারসন মহিউদ্দিন খান জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৫ জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ৪৫ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে আইসিইউতে ৩ জন চিকিৎসাধীন আছেন। এছাড়াও ৪ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে গেছেন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button