আগামী বিশ্বকাপে ভালো করবে বাংলাদেশ : ডমিঙ্গো

0
94
ফাইল ছবি।

টি-টোয়েন্টি ক্রিকেটের বৈশ্বিক আসরে বাংলাদেশের সাফল্য বলতে কিছুই নেই। তবে চলিত বছরে দলের টানা সিরিজ জয়ে ভালো কিছুর প্রত্যয় নিয়ে বিশ্বকাপে গিয়েছিল দল। কিন্তু সেখানে গিয়ে আবারও সেই অবস্থা। টানা হারে সব স্বপ্ন শেষ। এবার বাকি দুই ম্যাচ থেকে কিছুটা অর্জন নিতে চায় বাংলাদেশ। দলের এমন পারফরম্যান্সের পর প্রধান কোচ রাসেল ডমিঙ্গো জানিয়েছেন, আগামী বিশ্বকাপে ভালো করবে বাংলাদেশ।

আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে অস্ট্রেলিয়ায়। বাংলাদেশের জন্য দেশটির কন্ডিশন মোটেও সুবিধাজনক না। তবুও আশাবাদী ডমিঙ্গো বলেন, ‘আমরা জানি আমাদের যোগ্যতা থেকে আমরা অনেকটা দূরে এখনও। কিন্তু তা রাতারাতি হবে না। এর জন্য সময় চাই। এটা একটা প্রক্রিয়া, আর এক বছরের মধ্যে আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। যদি সবকিছু ঠিকঠাকভাবে এগোয় আমরা ওই আসরে আরও ভালো অবস্থায় থাকবো।’

মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সুপার টুয়েলভের চতুর্থ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। ওই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে ডমিঙ্গো বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে ফলাফল বেশ গুরুত্বপূর্ণ। আপনি যদি টি-টোয়েন্টিতে শেষ ১২ মাসে দলের জয়ের হার দেখেন তাহলে বুঝবেন সেটা কতোটা দারুণ। আমরা বেশ কয়েকটি বড় সিরিজ জিতেছি।’

‘বিশ্বকাপজয়ী দুটো দেশের বিপক্ষে হেরে দলকে বাজেভাবে বিচার করাটা বেশ কষ্টদায়ক। দল সামনে এগিয়ে যেতে চায়। দলে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার আছে যারা এই সংস্করণে ফুরিয়ে যায়নি, তাদের অবশ্যই উন্নতির জায়গাও আছে। কিন্তু আপনি যদি আমার সময়ে অভিষেক হওয়া কয়েকজন ক্রিকেটারের দিকে দেখেন, তারা কিন্তু বড় দলের বিপক্ষে ভালো পারফর্ম করেছে। এটা ইতিবাচক দিক’, যোগ করেন তিনি।

সাকিব আল হাসান ও সোহানের ইনজুরি দলে বাড়তি খেলোয়াড় না রাখার জন্য চাপ হচ্ছে না জানিয়ে তিনি বলেন, ‘ব্যাকআপ ব্যাটার হিসেবে শামিম রয়েছে। সৌম্যও আমাদের ব্যাকআপ ব্যাটার হিসেবে রয়েছে। অবশ্যই এই দুই ব্যাটার কালকের একাদশে থাকবে। যে কারণে আমি মনে করি না আমাদের আরও ব্যাকআপ আনা প্রয়োজন ছিল। আমি মনে করি শেষ দুই ম্যাচের জন্য আমাদের পর্যাপ্ত ব্যাকআপ রয়েছে।’