টি-২০ বিশ্বকাপ

ক্যাচ তুলে সাজঘরে ইশান কিশান

নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমেই বিপাকে ভারত। ট্রেন্ট বোল্টের গতির বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ইশান কিশান। সুরাইয়া কুমার যাদবের পরিবর্তে সুযোগ পেয়ে ওপেনিংয়ে নেমে মাত্র ৮ বলে ৪ রান করে ফেরেন ইশান। তার বিদায়ে ২.৫ ওভারে ১১ রানে প্রথম উইকেট হারায় ভারত।

দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান সপ্তম আসরের শুরুতেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে হেরে যায় ভারত।

পরাজয়ে বিশ্বকাপ শুরু করা বিরাট কোহলির নেতৃত্বাধীন দলটি আজ নিজেদের প্রথম জয়ের খোঁজে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠের লড়াইয়ে। অতীতে বিশ্বকাপের মতো বড় আসরে ১২বার দেখা হয় ভারত-পাকিস্তানের। অতীতের সেই সাক্ষাতে একক আধিপত্য বিস্তার করে জয় পায় ভারত।

কিন্তু চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে পাত্তাই পায়নি ভারত। বিরাট কোহলির নেতৃত্বাধীন দলকে ১৫১ রানে আটকে দিয়ে ১০ উইকেটের বিশাল ব্যবধানে জয় পায় বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button