বিনোদন

ইউটিউব জগতে নাম লেখালেন জয়া

তারকারা এখন নিজেরাই ইউটিউব চ্যানেল খুলছেন। এবার সে তালিকায় নাম এসেছে অভিনেত্রী জয়া আহসানের। ফেসবুক, ইনস্টার পর ইউটিউব জগতে পদার্পণ করলেন তিনি।

গতকাল (২৯ অক্টোবর) সন্ধ্যায় ঘোষণা দেন, ইউটিউবার হিসেবেও তাকে পাওয়া যাবে। নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এই ঘোষণা দেন। সঙ্গে জুড়ে দেন নগরবাউল জেমসের তোলা নিজের একটি অনবদ্য ছবি!

তবে সেখানে শর্ত জুড়ে দেন। বলেন, ‌‘যদি ১০০০ সাবস্ক্রাইবার হয়, তবে প্রথম ভিডিওটা প্রকাশ করবো।’ ঘোষণার পর দেদারসে এসেছে সাবস্ক্রাইবার। বিনা ভিডিওতেই সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় ২ হাজার এর কাছাকাছি পৌঁছে গেছে। অথচ পুরো চ্যানেল ফাঁকা, ভিডিওশূন্য!

জয়ার ভেরিফায়েড ফেসবুকে দেয়া ছবিটি সম্পর্কে বলেন, ‘এত সুন্দর করে ছবিটি তোলার জন্য ধন্যবাদ নগরবাউল জেমস ভাই।’ এর আগেও জেমসের তোলা ছবি স্যোশাল মিডিয়ায় শেয়ার করেছেন জয়া আহসান।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button