দেশজুড়ে

নান্দাইলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আঃ আজিজ (৬০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত আঃ আজিজ উপজেলার বীর বেতাগৈর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের মৃত ইব্রাহীমের পুত্র। শুক্রবার (২৯ অক্টোবর) দুপুর ৩ টার দিকে নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, নিহত আঃ আজিজ নিজ বাঁশ ঝাঁড় থেকে দুপুরের দিকে বাঁশ কাটতে গিয়ে কাটা বাঁশ হেলে পাশের বিদ্যুৎ লাইনের উপর পড়ে। সে বিষয়টি বুঝতে না পারায় বাঁশ নামানোর জন্য হাতে ধরে টান দিলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন দ্রুত উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নান্দাইল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাহামুদুর রশিদ জানান, হাসপাতালে আসার পূর্বেই লোকটি মারা গেছে। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button