এবার হিতমারকে সাজঘরে পাঠালেন মেহেদি

0
89

মোস্তাফিজের পর ওয়েস্ট ইন্ডিজ শিবিরে মেহেদি হাসানের জোড়া আঘাত। এভিন লুইসকে সাজঘরের পথ দেখান কাটার মাস্টার মোস্তাফিজ। এরপর ক্যারিবীয় তারকা ওপেনার ক্রিস গেইল ও চার নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা সিমরন হিতমারকে সাজঘরে ফেরান মেহেদি হাসান।

এই অফ স্পিনারের বলে বোল্ড হওয়ার আগে ১০ বলে মাত্র ৪ রান করার সুযোগ পান ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইল। ৭ বলে ৯ রান করে মেহেদির বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন হিতমার। ৬.৪ ওভারে দলীয় ৩২ রানে প্রথম সারির ৩ উইকেট হারায় উইন্ডিজ।