আন্তর্জাতিক

বাইডেন-এরদোয়ান বৈঠক আগামী সপ্তাহ

আগামী সপ্তাহে গ্লাসগোতে জলবায়ু পরিবর্তন নিয়ে শীর্ষ বৈঠকে যোগ দেবেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। সেখানে বাইডেনের সঙ্গে তার বৈঠক হবে। বাইডেনের সঙ্গে বৈঠকে এফ-৩৫ ফাইটার জেট বিতর্ক নিয়ে কথা বলবেন এরদোয়ান। বুধবার আজারবাইজান সফর শেষে এরদোয়ান বলেছেন, ‘রোম নয়, খুব সম্ভবত আমরা গ্লাসগোতে বৈঠকে বসব। সেখানে আমি এফ-৩৫ বিতর্ক নিয়ে বাইডেনের সঙ্গে কথা বলব।’ আগামী সপ্তাহে গ্লাসগোতে এই শীর্ষ সম্মেলন হবে। সেখানেই আলাদা করে বাইডেন-এরদোয়ান বৈঠক হবে।

রাশিয়ার কাছ থেকে এস-৪০০ মিসাইল কেনার জন্য তুরস্ককে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি করতে অস্বীকার করে আমেরিকা। কিন্তু তুরস্ক এই যুদ্ধবিমান কেনার জন্য আমেরিকাকে ১৪০ কোটি ডলার দিয়েছিল। আমেরিকা প্রস্তাব দিয়েছে, ওই অর্থের বিনিময়ে তারা তুরস্ককে এফ-১৬ বিক্রি করতে রাজি। এরদোয়ান বলেছেন, ‘আমরা এফ-৩৫ কেনার জন্য ১৪০ কোটি ডলার দিয়েছি। সেই অর্থ এখন আমেরিকা কীভাবে ফেরত দেবে, তা নিয়ে বাইডেনের সঙ্গে কথা বলব।’

তুরস্কের অভ্যন্তরীণ বিষয় নিয়ে মন্তব্য করার জন্য এরদোয়ান-আমেরিকা, জার্মানিসহ দশ দেশের রাষ্ট্রদূতকে পার্সোনা নন গ্রাটা বলে ঘোষণা করেছিলেন। তার পরের ধাপই হলো, রাষ্ট্রদূতদের বহিষ্কার করা। কিন্তু এরপর এরদোয়ান জানিয়েছেন, রাষ্ট্রদূতদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হবে না। রাষ্ট্রদূতরা মানবাধিকার কর্মী ও জেলে বন্দি ওসমান কাভালাকে সমর্থন জানিয়েছিলেন। পরে তারা একটি বিবৃতি দিয়ে বলেন, তুরস্কের অভ্যন্তরীণ বিষয় নিয়ে তারা আর মন্তব্য করবেন না। এরপরই এরদোয়ান তার সঙ্গে বাইডেনের বৈঠক নিয়ে কথা বললেন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button