১২ থেকে ১৭ বছর বয়সীদের জন্য ৩৫ লাখ ফাইজার টিকা দেবে যুক্তরাষ্ট্র

0
77

বাংলাদেশকে আরও ৩৫ লাখ ডোজ ফাইজার টিকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। এর ফলে এখন পর্যন্ত বাংলাদেশকে মোট ১ কোটি ৫০ লাখ ডোজ টিকা উপহার দিলো দেশটি। অনুদান দেওয়া টিকাগুলো দেশের ১২ থেকে ১৭ বছর বয়সীদের টিকাদানে সক্ষম করবে।

রাষ্ট্রদূত মিলার বলেন, ‘যুক্তরাষ্ট্র বাংলাদেশকে আরও ৩৫ লাখ ডোজ টিকার অনুদান দিতে পেরে আমরা আনন্দিত। এছাড়াও বাংলাদেশী শত শত স্বাস্থ্যকর্মীদের বিশেষ প্রশিক্ষণ দিয়েছি যাতে তারা ফাইজারের এই টিকাগুলো ১২ ও তদূর্ধ্ব বয়সী শিশুদের নিরাপদে দিতে পারে। আমরা আশা করি এই টিকা তরুণ বয়সী বাংলাদেশীদের বিশেষ করে শিক্ষার্থীদের কোভিড-১৯ থেকে সুরক্ষা পেতে সহায়তা করবে।’

বাংলাদেশকে দেওয়া ফাইজারের এই টিকা যুক্তরাষ্ট্র সরকারের প্রতিশ্রুত ২০২২ সালজুড়ে বিনামূল্যে বিশ্বব্যাপী ১০০ কোটি ডোজ ফাইজার টিকা সরবরাহের অংশ।