তাহিরপুর সীমান্তে মদের চালান সহ কারবারি আটক

0
85

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে ভারতীয় মদের চালান সহ এক কারবারীকে আটক করেছে,সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)। আটককৃত কারবারীর নাম আলী রাজ (২০) সে উপজেলার বাদাঘাট ইউনিয়নের লাউড়গড় গ্রামের রেফাত আলীর ছেলে।

বিজিবি সুত্রে জানাগেছে,মঙ্গলবার বেলা ৩টা ৩০ মিনিটের সময় লাউড়গড় বিওপির (৫৭১৪৪) হাবিলদার শ্রীরামেন্দ্র রায়ের নেতৃত্বে একটি নিয়মিত টহল দল গোপন সংবাদের মাধ্যমে,সীমান্ত পিলার ১২০৩/৪-এস এর নিকট হতে আনুমানিক তিনশত গজ বাংলাদেশের অভ্যন্তরে,উপজেলার বাদাঘাট ইউনিয়নের সায়েদাবাদ এলাকা থেকে ১২ বোতল ভারতীয় মদ ১ পিছ বিয়ার সহ ওই কারবারিকে আটক করা হয়।আটককৃত মদের সিজার মূল্য ১৮ হাজার,২শত,৫০ টাকা।

সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন(বিজিবি)অধিনায়ক লে-কর্ণেল মো.তসলিম এহসান (পিএসসি) আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।