মন্ট্রিয়লস্থ বৃহত্তর চট্টগ্রাম সমিতি কূ্ইব্যেক কানাডা এর আয়োজনে ইদ-এ মিলাদুন্নবী পালন

0
191

কবির মোল্লা, কানাডা ব্যুরো: বিশ্বের যেখানেই বাঙালী সেখানেই বাঙালীর ঐতিহ্য কৃষ্টি কালচার সংস্কৃতির চর্চা হচ্ছে গৌরবের সাথে। চট্টগ্রামের ঐতিহ্য সংস্কৃতি কৃষ্টি কালচার নিয়ে কানাডার মন্ট্রিয়ল শহরে অনুষ্ঠান করে থাকে ঐতিহ্যবাহী সংগঠন “বৃহত্তর চট্টগ্রাম সমিতি ক্যুইবেক, কানাডা”।

বারো আওলিয়ার পূন্যভূমি বৃহত্তর চট্টগ্রাম। চট্টগ্রামবাসীর ধর্মীয় সংস্কৃতির মধ্যে রয়েছে উৎসব মুখর আনুষ্ঠানিকভাবে ঈদ-এ মিলাদুন্নবী অনুষ্ঠান পালন করা।

প্রতিবছরের ন্যায় এবারও ২৪ শে অক্টোবর ২০২১ রবিবার দুপুরে পার্ক ভিউ রিসিপশন হলে ঈদ এ মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে ওয়াজ মাহফিল ও মেজবান সম্পন্ন করে। মোঃ আলামিন শিকদার টুটুল এর সঞ্চালনায় মাহফিলে বয়ান করেন শায়খ মোঃ জয়নাল আবেদিন সেলিম এবং হাফেজ মোঃ জাহেদুল আলম।

দেশ জাতি ও মুসলিম উম্মাহর মঙ্গল কামনা করে মোনাজাত পরিচালনা করেন শায়খ মোঃ জয়নাল আবেদিন। মোনাজাত শেষে অতিথিদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানী দিয়ে আপ্যায়ন করা হয়। চট্টগ্রামবাসীদের মিলনমেলায় কানায় কানায় পূর্ণ ছিল পার্ক ভিউ রিসেপসন হল। আয়োজকদের আতিথেয়তায় মুগ্ধ আগত অতিথিবৃন্দ।

ঈদ এ মিলাদুন্নবী উদযাপনে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন – হাজী আবু ইউনুস সুজন, মোঃ ইলিয়াস, আ স ম ঈসমাইল, হাজী আবুল কালাম,ডক্টর শাহিন খান, প্রকৌশলী এলেন হেলাল, এম জিন্নাহ্, মোঃ জাকের, মোঃ লোকমান হাকিম, মোঃ নুরুল আবছার, মোঃ দিদারুল মোস্তফা, মোঃ রাশেদ,নুর মোহাম্মদ চৌধুরী, হায়দার কাশেম আলী, মোঃ শাহজাহান, মোঃ আবুল কালাম,সামসুল আলম, মোঃ আলী, লিয়াকত আলী , সিরাজুল ইসলাম সুমন, ওমর ফারুক চৌধুরী, মোঃ আলী আজম প্রমুখ।