দেশজুড়ে

র‍্যাবের অভিযানে কুষ্টিয়ার তারা বাবু গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: কুষ্টিয়ার সৈয়দ নূরে আলম ওরফে তারা বাবু (৪২) কে ঢাকা মেট্রোপলিটন এলাকার আদাবর রিং রোড হতে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তার সাথে থাকা ব্যক্তিরা পালিয়ে যেতে সক্ষম হয়।

র‌্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল সৈয়দ নুরে আলম ওরফে তারা বাবু কে নিয়ে কুষ্টিয়া জেলার সদর থানাধীন থানা পাড়া এলাকায় তার নিজ বাসভবন অভিযান পরিচালনা করে ১(এক) টি এসএমসি, ১টি একনলা বন্দুক,১ (এক) টি ৭.৬৫ মি.মি পিস্তল, ১ (এক) টি রিভলভার ও ১৮(আঠারো) রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে তথ্য সূত্রে জানা যায়।

পরবর্তীতে উদ্ধারকৃত আলামত সহ আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button