দেশজুড়ে

রাজশাহীতে ২০০ পাখি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : এসময় অবৈধভাবে পাখি বিক্রির অপরাধে দুইজন পাখি ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রাজশাহীর দুর্গাপুর থেকে চার প্রজাতির ২০০ পাখি উদ্ধার করেছে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অধিদপ্তর। শনিবার দিবাগত রাতে দুর্গাপুরের নারকেলবাড়ীয়া গ্রাম থেকে এসব পাখি উদ্ধার করা হয়। পাখিগুলো বেগুনি ক্যালেম, জলময়ূর, পাতি সরাইল ও ধলাবুক ডাহুক জাতের।

এসময় অবৈধভাবে পাখি বিক্রির অপরাধে দুইজন পাখি ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযুক্ত দুজন হচ্ছেন, গাজীয়ার রহমান ও মাহবুর রহমান। তাদের দুজনের বাড়িই দুর্গাপুর উপজেলার নারকেলবাড়ীয়া গ্রামে। এদের মধ্যে গাজীয়ার রহমানকে ২০ হাজার ও মাহবুর রহমানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বন্যপ্রাণী অধিদপ্তরের পরিদর্শক জাহাঙ্গীর কবির জানান, “শনিবার রাত ৭টা থেকে ভ্রাম্যমাণ অভিযান শুরু হয়। অভিযান শেষ হয় রাত সাড়ে ১১টায়। পাখিগুলো উদ্ধার করে বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের পর্যবেক্ষণ সেন্টারে রাখা হয়েছে। সুস্থ হলে তাদের অবমুক্ত করা হবে। পাখিগুলো ধরে অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে রাখা হয়েছিলো। তারা অবৈধ ব্যবসায়ী”।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button