সৈয়দপুরে দৃষ্টিনন্দন কমিউনিটি সেন্টার কমপ্লেক্স উদ্বোধন

0
90

মোঃ ফরহাদ হোসাইন, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলায় নান্দনিক কমিউনিটি সেন্টার কমপ্লেক্স উদ্বোধন করা হয়েছে। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি।

আজ শুক্রবার (২২ শে অক্টোবর) দুপুরে সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহানের সভাপতিত্বে উত্তরাঞ্চলের নান্দনিক কমিউনিটি সেন্টার কমপ্লেক্স উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে কমিউনিটি সেন্টার হল রুমে আয়োজিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য বলেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেল, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেলাল উদ্দিন আহমেদ, নীলফামারী জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান, পুলিশ সুপার মোখলেছুর রহমান বিপিএম। এ সময় মঞ্চে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি মোখছেদুল মোমিন, এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোসলেম উদ্দিন, এমজিএসপির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোজাক্কের জাহিদ, প্যানেল মেয়র-১ শাহীন হোসেন, প্যানেল মেয়র-২ আবুল কাশেম দুলু সরকার, প্যানেল মেয়র-৩ সাবিয়া সুলতানা, সিনিয়র কাউন্সিলর শাহীন আকতার বিএসসি, কাজী জাহানারা বেগম, বেলাল আহমেদ, আব্দুল খালেক সাবু, কাজী মনোয়ার হোসেন হায়দার প্রমুখ।

মন্ত্রী তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন এ দেশটি হবে আপামর মানুষের। কিন্তু ৭৫’র ১৫ আগস্ট জাতির জনকসহ তার পরিবারের সদস্যদের হত্যা করে দেশকে পিছিয়ে দেয়া হয়। দীর্ঘ ২১ বছর পর আবার আ’লীগ ক্ষমতায় এসে দেশের হাল ধরে। এরপর মাঝখানে আবার ক্ষমতা থেকে সরে গেলে উন্নয়নের গতি থেমে যায়। বিগত ২০০৯ সালে আ’লীগ ক্ষমতা এসে কৃষি, বিদ্যুৎ, যোগাযোগ খাতে প্রভুত উন্নতি করেছে। শিক্ষাখাতকে নতুন করে ঢেলে সাজানো হচ্ছে। আশা করি শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা অবশ্যই আমরা প্রতিষ্ঠা করতে পারব। তিনি তার বক্তব্যে আরো বলেন সৈয়দপুরের উন্নয়নে সকল ধরনের সহযোগিতা করা হবে। এমপি আদেল তার বক্তব্যে বলেন পিছিয়ে পড়া এ জনপদে অনেক সমস্যা রয়েছে। সেই সমস্যাগুলো যেন অগ্রাধিকার ভিত্তিতে দেখা হয়।

সিনিয়র সচিব হেলাল উদ্দিন আহমেদ বলেন, নীলফামারী জেলা শহরের চেয়ে সৈয়দপুর অনেক বেশি উন্নত। এই শহরে নাগরিক সুবিধা বৃদ্ধি করতে সকল সহযোগিতা করা হবে। সৈয়দপুর পৌরসভা হবে দেশের মডেল।

সভাপতির বক্তব্যে মেয়র রাফিকা আকতার জাহান বলেন, নাগরিক সুবিধা বৃদ্ধি করতে হেলদি সিটি গড়তে পৌর কর্তৃপক্ষ যে উদ্যোগ নিয়েছে, সেই উদ্যোগ সফল করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। এজন্য সংশ্লিষ্ট মন্ত্রী, সচিবসহ মাননীয় প্রধানমন্ত্রীর যাতে নেক নজর থাকে সে বিষয়েও তিনি সহযোগিতা চান।