দেশজুড়ে

দেলুয়াবাড়ী ও কেশরহাটে হিরো মোটরসাইকেল মেলা উদ্বোধন

রিপন আলী,রাজশাহী ব্যুরোঃ নওগাঁ জেলার মান্দা উপজেলার দেলুয়াবাড়ী ও রাজশাহীর কেশরহাটে নিলয় মটরস্ ও মারুফ এন্টার প্রাইজের সৌজন্যে হয়ে গেলো এক জমজমাট হিরো বাইক মেলা! প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিটল, নিলয় গ্রুপের সম্মানিত চেয়ারম্যান আব্দুল মাতলুব ফিতা কেটে মেলা উদ্ধোধন করেন।

নিলয় হিরোর পক্ষে বাইক বুকিং দিলে একটি করে ছাতা দেওয়া হচ্ছে। মেলা থেকে বাইক কিনলেই পাচ্ছেন প্রতি সপ্তাহে একটি করে ১৫০০ সিসি TATA INDIGO গাড়ি জেতার সুযোগ! এছাড়াও প্রতিটি হিরো বাইকে সর্বোচ্চ ৯,৫০০/- টাকা পর্যন্ত ছাড় এবং নিশ্চিত হিরো ব্র‍্যান্ডের ছাতা উপহার তো রয়েছেই! আর Hero Thriller 160R কিনলেই নিশ্চিত ৩২ ইঞ্চি LED টেলিভিশন ফ্রি।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button