দেশজুড়ে
মাগুরায় রামনগর হাইওয়ে থানা পুলিশের সচেতনতামূলক প্রচারণা


মতিন রহমান, মাগুরা : জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাগুরায় রামনগর হাইওয়ে থানা পুলিশ কর্তৃক নিরাপদ সড়ক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরে সচেতনতা মূলক লিফলেট বিতরণ ও সড়ক পরিবহন আইন সম্পর্কে হেলপার চালক ও সংশ্লিষ্টদের সচেতনতা করা হয়।
শুক্রবার ২২ অক্টোবর গতিসীমা মেনে চলি, সড়ক দূর্ঘটনা রোধ করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারিপুর রিজিয়ন ফরিদপুর হাইওয়ে পুলিশ অফিসারের নির্দেশনায় এগুলো বিতরণ করা হয় বলে জানিয়েছেন রামনগর হাইওয়ে থানা পুলিশ অফিসার আশরাফুল ইসলাম।