জাতীয়

ইকবালকে খুঁজতে সর্বোচ্চ চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

পূজামণ্ডপে কোরআন রাখা ইকবালকে খুঁজে বের করার সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। বৃহস্পতিবার (২১ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন।

তিনি বলেন, ইকবাল মোবাইল ফোন ব্যবহার না করায় তার অবস্থানও জানা যাচ্ছে না। তাকে খুঁজে বের করার সর্বোচ্চ চেষ্টা নেয়া হয়েছে। যারা তাকে পূজামণ্ডপে কোরআন রাখতে পাঠিয়েছিল হয়তো তারা তাকে লুকিয়ে রাখেছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন স্থানে যে সাম্প্রদায়িক সহিংসতা হয়েছে সেগুলো বিচ্ছিন্ন ঘটনা। বর্তমানে কারও মধ্যে কোনো আতঙ্ক নেই। পরিস্থিতি এখন স্বাভাবিক ও নিয়ন্ত্রণে আছে।

ওই দিনের ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, ক্যামেরায় দেখা গেছে সে (ইকবাল) রাতে মসজিদে তিনবার গেছে। এরপর মসজিদ থেকে কোরআন এনে পূজামণ্ডপে রেখে মূর্তির গদাটি কাঁধে করে নিয়ে এসেছেন। তাকে ধরতে পারলে বাকি সব উদ্ধার করতে পারবো বলে বিশ্বাস করি। উল্লেখ্য, গত ১৩ অক্টোবর ভোরে কুমিল্লা নগরীর নানুয়ার দিঘিরপাড়ের পূজামণ্ডপে হনুমানের মূর্তির ওপর পবিত্র কোরআন পাওয়ার পর দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়ে সহিংসতা।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button