আন্তর্জাতিক

ভারতে করোনা শনাক্ত ও মৃত্যু বেড়েছে

পর পর দু’দিন ১৪ হাজারের নিচে থাকার পর বুধবার ভারতে বেশ কিছুটা বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৬২৩ জন। ভারতে একদিনে মৃত্যুর সংখ্যাও কিছুটা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যু হয়েছে ১৯৭ জনের। খবর আনন্দবাজার অনলাইনের।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, বুধবার পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪১ লাখ ৮ হাজার ৯৯৬। এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ৫২ হাজার ৬৫১ জনের। তবে ভারতে মোট কোভিড সংক্রমণের হার সামান্য কমে হয়েছে ৫ দশমিক ৭৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হারও কমেছে। গত ২৪ ঘণ্টায় ভারতে কোভিড সংক্রমণের হার ১ দশমিক ১০ শতাংশ।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button