দেশজুড়ে

মুন্সীগঞ্জে সড়ক দূর্ঘটনা নিহত-১

আবু সাঈদ দেওয়ান সৌরভ, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে কাভার্ড ভ্যান ও পিকআপ ভ্যানের সংঘর্ষে পিকআপ ভ্যান চালক মো. সেলিম (৩৩) নামে একজন নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টা টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া কলিমউল্লাহ মাদ্রাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তথ্য সুত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া কলিমউল্লাহ মাদ্রাসা এলাকায় ঢাকামুখী একটি পিকাপ ভ্যান নিয়ন্ত্রন হারিয়ে একটি মালবাহী কাভার্ড ভ্যানের পিছনে ঢুকে যায়। এতে পিকাপ ভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই পিকআপ ভ্যান চালক মো. সেলিম নিহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ীর ইনচার্জ শাহজালাল বাবুল জানান, নিহতের লাশ ভবেরচর ফাঁড়ীর হেফাজতে আছে। সুরতহাল শেষে স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হবে। উল্লেখ্য, নিহত পিকাপ চালক মো. সেলিমের বাড়ি খুলনায়।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button