দেশজুড়ে

শ্রীনগরে আগুনে দগ্ধ শিশু পুত্রের পর কন্যার মৃত্যু

আরিফুল ইসলাম শ্যামল: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের পুর্ব মুন্সীয়া গ্রামে একটি ভবনে অগ্নিকান্ডের ঘটনায় আগুনে দগ্ধ হয়ে ওই গ্রামের বাপ্পি মৃধার শিশু পুত্র আয়াসের (২) মৃত্যুর একদিন পর মঙ্গলবার রাতে আহত কন্যা আয়সা আক্তারের (৪) মৃত্যু হয়েছে।

গত ১৯ অক্টোবর মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে বাপ্পি মৃধার প্রতিবেশী কুকুটিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান উজ্জ্বল ও চাচাত ভাই মো. সুমন মৃধা জানান, শেখ হাসিনা বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসারত অবস্থায় দগ্ধ শিশু আয়সা মারা যায়। বাপ্পির স্ত্রী খাদিজা আক্তার মিম এখন আশঙ্কামুক্ত জানান তারা। শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত অফিসার মো. মাহফুজ রিবেন জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

উল্লেখ্য, গত ১৮ অক্টোবর সোমবার রাত ৯ টার দিকে শ্রীনগরের পুর্ব মুন্সীয়া গ্রামে হোসেন আলী মৃধার পুত্র বাপ্পি মৃধার বিল্ডিংয়ের তৃতীয় তলায় থাকার কক্ষে অগ্নিকান্ডের ঘটনায় বাপ্পি মৃধার স্ত্রী, শিশু পুত্র ও কন্যা আগুনে দগ্ধ হয়। ঘটনাস্থলেই দগ্ধ হয়ে শিশু আয়াস মৃধা মারা যায়। আহত শিশুর মা খাদিজা আক্তার মিম ও বোন আয়সা আক্তারকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করেন। পরের দিন মঙ্গলবার রাতে শেখ হাসিনা বার্ন ইউনিটে আয়সা মারা যায়। ঘটনার পরপরই মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো. আসাদুজ্জামান ও শ্রীনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button