আবারও নিষ্ফলা পাওয়ার প্লে বাংলাদেশের

0
103

টি-টোয়েন্টি ক্রিকেটে খুবই সাধারণ বিষয় হলো, পাওয়ার প্লে’র ফিল্ডিংয়ের বিধিনিষেধ কাজে লাগিয়ে যত বেশি রান করে নেয়া যায়। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে এ কাজটি একদমই করতে পারছে না বাংলাদেশ ক্রিকেট দল।

স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে পাওয়ার প্লে’র ছয় ওভারে বাংলাদেশের সংগ্রহ ছিলো ২ উইকেটে ২৫ রান। আজ ওমানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে বাংলাদেশ করতে পেরেছে ২ উইকেটে ২৯ রান।

টস জিতে ব্যাট করতে নেমে এরই মধ্যে সাজঘরে ফিরে গেছেন লিটন দাস ও শেখ মেহেদি হাসান। এখন তৃতীয় উইকেটে জুটি বেঁধেছেন মোহাম্মদ নাইম শেখ ও সাকিব আল হাসান।