সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে জবিতে জবিসাকের মানববন্ধন

0
81

রিসাত রহমান, জবি প্রতিনিধিঃ কুমিল্লা, চাঁদপুর ও রংপুরসহ সারাদেশে সাম্প্রদায়িক হামলায় জড়িতদের গ্রেফতার দাবিতে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্র। জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর শহীদ মিনার প্রাঙ্গণে মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক মোঃ সাঈদ মাহাদী সেকেন্দার এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. বজলুর রশিদ খান,শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. শামীমা বেগম।প্রক্টর ড. মোস্তফা কামাল, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক ফরহাদ আহমেদ, ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. কাজী মোবারক ও সংগঠনের সভাপতি মোঃ ফাইয়াজ হোসেন সহ সংগঠনের নেতৃবৃন্দ।

সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ সাঈদ মাহাদী সেকেন্দার বলেন,জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্র অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে। দেশের অপশক্তি দমনে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে জবিসাকে।মুক্তিযুদ্ধের মূল দর্শন অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণে সাম্প্রদায়িক শক্তির সাথে কোন আপোষ নেই। জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্র সবসময় সাংস্কৃতিক অপশক্তির বিরুদ্ধে সোচ্চার রয়েছে।