নীলফামারীতে করোনা প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রচার অভিযান

0
207

মোঃ ফরহাদ হোসাইন, নীলফামারী প্রতিনিধি: দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দিনকে দিন বেড়েই চলেছে। থেমে নেই নীলফামারী জেলাতেও প্রতিনিয়ত যুক্ত হচ্ছে নতুন নতুন আক্রান্ত রোগীর সংখ্যা। যার কারন হিসেবে নীলফামারীতে কেভিড-19 প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রচার অভিজান এর ব্যবস্থা করা হয়।

কোভিড-১৯ সচেতনতামূলক এই অনুষ্ঠানটি আজ নীলফামারী সদরের চৌরঙ্গী মোড়ে আনুমানিক বেলা ১০ টায় শুরু হয়ে দুপুর পর্যন্ত স্থায়ী হয়।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগ এর সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু ও সাধারণ সম্পাদক জনাব আরিফ হোসেন মুন এর সঞ্চালনায় নীলফামারীতে পৌর আওয়ামী লীগ এর কোভিড-১৯ (করোনা) প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রচার অভিযান, লিফলেট ও মাস্ক বিতরণ করা।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা আওয়ামীলীগ সভাপতি ও পৌর মেয়র জনাব দেওয়ান কামাল আহমেদ, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এ্যাড. মমতাজুল হক, সদর উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি আবুজার রহমান, সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, জেলা আওয়ামীলীগ এর যুগ্ম-সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, জেলা যুবলীগ এর সভাপতি রমেন্দ্র নাথ বর্ধন বাপ্পী, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান শাহীদ মাহমুদ, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আবু তালেব, নীলফামারী জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ আপেল, সাধারণ সম্পাদক মাসুদ সরকার, জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি লেমন তালুকদার, নীলফামারী জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জুবাইর হোসেন প্রামাণিক জীম সহ জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ এর সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ।

এ সময় করোনা প্রতিরোধে নিরাপদ দূরত্ব বজায় রাখার পাশাপাশি পুষ্টিকর খাবার গ্রহণেও জনসাধারণকে উৎসাহিত করেন অনুষ্ঠানে থাকা নেতৃবৃন্দ।