গাইবান্ধার পলাশবাড়ী রেড জোন না হলেও রাস্তা মার্কেট জন শুন্য

0
81

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধার পলাশবাড়ী যদিও রেড জোনের মধ্যে নয়। গত ১৭ জুন শহরের এক পাড়ার সামান্য অংশে লকডাউন ঘোষণা ও কার্যকর করায় শহরের ও মার্কেটে ক্রেতা পথচারী শুন্যের কোটায়।

আজ ২০ জুন দুপুর ২টায় এসএম সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মার্কেট, আলাউদ্দিন সরকার মার্কেট,পিয়ারী বিদ্যালয় মার্কেট ঘুরে দেখা যায় ক্রেতা শুন্য কোকনদাররা দোকন খুলে ক্রেতার আশায় বসে আসেন। দোকানে বিক্রী না হওয়ায় অনেক দোকান মালিকরা কর্মচারীর বেতনের টাকা বিক্রি না হওয়ায় দোকান বন্ধ রেখেছে।

অপ্রয়োজনে কোন মানুষ শহরের কোথায় ঘোড়াফেরা বা চায়ের দোকানে আড্ডা দিচ্ছেন না।সেনাবাহিনী, পুলিশ, স্থানীয় প্রশাসন স্থানীয় প্রতিনিধিরা সর্বদা টহল জোরদারের ফলে শহরে অপ্রয়োজনে প্রবেশ করছেন না। এমনকি সামন্য প্রয়োজনে কেহ ঘর থেকে বের হচ্ছে না।জেলার মধ্যে এই পলাশবাড়ী পৌর ও উপজেলায় করোনা সংক্রামন ব্যাধী খুবই কম।