মুক্তমত ও সম্পাদকীয়

‘ইসলাম ত্যাগ করে দেখেন, দুই দিন মন্ত্রী থাকতে পারেন কি না’

রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামকে বাদ দেওয়াবিষয়ক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানালেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের নেতা সাঈদ খোকন। তিনি বলেছেন, “এই যে কয়েক দিন আগে এক প্রতিমন্ত্রী মহোদয়কে বলতে শুনলাম, ‘আমি রাষ্ট্রধর্ম ইসলামকে বাদ দিয়ে দেব। সংসদে তুলব’—এটা উনি কী বললেন? উনি কিন্তু মুসলমান। নামও মুসলমান, আমরা জানিও মুসলমান।

তথ্য প্রতিমন্ত্রীকে চ্যালেঞ্জ করে সাঈদ খোকন বলেন, ‘ইসলাম থেকে নিজেকে ত্যাগ করে দেখেন, দুই দিন মন্ত্রী থাকতে পারেন কি না বাংলাদেশে, দেখেন এমপি থাকতে পারেন কি না। বড় বড় কথা বলেন!বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিসের আহ্বায়ক ও সাবেক আইজিপি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ রুহুল আমীনের সভাপতিত্বে গত শনিবার সংগঠনটির কেন্দ্রীয় কাউন্সিল অধিবেশন ও জেনারেল কমিটির সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে এম রহমতুল্লাহ এমপি।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button