সৈয়দপুর উপজেলা চেয়ারম্যানসহ নীলফামারীতে আরো ৮ জন করোনায় আক্রান্ত

0
86

মোঃ ফরহাদ হোসাইন, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিনসহ আট জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ২৮৭ জনে দাঁড়ালো।

শুক্রবার (১৯ জুন) রাত প্রায় ৯টায় নীলফামারীর সিভিল সার্জন ডাঃ রনজিৎ কুমার বর্মণ বিষয়টি নিশ্চিত করে জানান, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের নিকট হতে এ তথ্য পাওয়া যায়।

জেলায় ৮ জন করোনায় পজেটিভের মধ্যে- সদরে-১, সৈয়দপুর উপজেলায়-৩,(উপজেলা চেয়ারম্যানসহ), জলঢাকা উপজেলায়-১, ডিমলা উপজেলায়-২ এবং কিশোরগঞ্জ উপজেলায়-১ জন।

এ নিয়ে জেলায় সর্বমোট করোনা শনাক্ত ২৮৭ জন। এর মধ্যে নীলফামারী সদরে-৮৯, জলঢাকা উপজেলায়-৫৩, ডিমলা উপজেলায়-৪৭, সৈয়দপুর উপজেলায়-৩৯, ডোমার উপজেলায়-৩৩ এবং কিশোরগঞ্জ উপজেলায়-২৬ জন।

জেলায় চিকিৎসাধীন আছেন ১৪১জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩৬ জন। মৃত্যু বরন করেছেন ৬ জন।