রাজনীতি

২৭ মাস পর লক্ষ্মীপুর জেলা বিএনপির কমিটি

বিলুপ্তির ২৭ মাস পর ঘোষণা করা হলো লক্ষ্মীপুর জেলা বিএনপির আহবায়ক কমিটি। শুক্রবার কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীকে আহবায়ক ও সাহাবুদ্দিন সাবুকে সদস্য সচিব করে ৩৩ সদস্যের কমিটি অনুমোদন দেয়া হয়। বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২০১৯ সালের ৯ এপ্রিল লক্ষ্মীপুর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়। ওই বছরের ৩০ এপ্রিলের মধ্যে দল থেকে জেলা বিএনপির কমিটি করার নির্দেশনা থাকলেও তা আর হয়ে উঠেনি। এর আগে ২০১০ সালের ২৮শে অক্টোবর আবুল খায়ের ভূইয়াকে সভাপতি ও সাহাবুদ্দিন সাবুকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যের জেলা কমিটি ঘোষণা করা হয়।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button