দেশজুড়ে

শ্রীনগরে পূজা মন্ডপ পরিদর্শন ও সার্বিক নিরাপত্তা জোরদার

আরিফুল ইসলাম শ্যামল: মুন্সীগঞ্জের শ্রীনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ। গত ১৪ অক্টোবর বৃহস্পতিবার দিবাগত গভীর রাত পর্যন্ত উপজেলার পাটাভোগ সার্বজনীন দুর্গা মন্দিরসহ কুকুটিয়া, রানা, শ্রীনগর, ষোলঘর, হাঁসাড়া, আলমপুর এলাকার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি।

শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ জানান, ১ প্লাটুন বিজিবি টহল অব্যাহত রয়েছে। সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি রাত্রিকালীন পাহারা নিশ্চিত করা হয়েছে। উপজেলা প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. এরশাদ মিয়া, শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ব্যারিস্টার সজিব আহমেদ, কুকুটিয়া ইউপি চেয়ারম্যান বাবুল হোসেন বাবু, হাঁসাড়া ইউপি চেয়ারম্যান মো. সোলায়মান খাঁন, বিজিবি সদস্য ও বিভিন্ন পূজা মন্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button