দেশজুড়ে

পুঠিয়া দলিল লেখক সমিতির সদস্যের মৃত্যুতে কলম বিরতী ও শোকসভা

পুঠিয়া প্রতিনিধিঃ পুঠিয়া উপজেলা দলিল লেখক সমিতির সদস্য কমরুজ্জামান (রেজাউল) এর অকাল মৃত্যুতে কলম বিরতী ও শেকসভার আয়োজন করা হয়েছে।

বুধবার সকাল ১১টায় পুঠিয়া উপজেলা দলিল লেখক সমিতির কার্যালয়ের সামনে উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মতিন মুকুলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সাব-রেজিস্টার সায়মন ইমতিয়াজ।

পুঠিয়া উপজেলা দলিল লেখক সমিতির আয়োজনে ও দলিল লেখক সমিতির কোষাধক্ষ্য শরিফুল ইসলাম টিপুর সঞ্চালনায় শোকসভায় বক্তব্য রাখেন, দলিল লেখক সমিতির সিনিয়র সহ-সভাপতি কয়েস উদ্দিন, দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, দলিল লেখক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, দলিল লেখক সমিতির সদস্য হবিবুর রহমান ও মৃত কামারুজ্জামানের ছেলে শহিদুলজ্জামান শুভ। এসময় দলিল লেখক সমিতির সদস্যরা এক ঘটনা কলম বিরতী পালন করেন।

শোক সভায় পুঠিয়া উপজেলা দলিল লেখক সমিতির সকল সদস্য ও নকল নবীশ গণেরা উপস্থিত ছিলেন। শোক সভা শেষে মৃত কমারুজ্জানের স্মরণে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন দলিল লেখক সমিতির সদস্য হাফেজ মোহাম্মদ জহুরুল ইসলাম।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button