আন্তর্জাতিক

গ্রিসে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প

গ্রিসের ক্রিট দ্বীপে ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৩। দেশটির ভূতাত্ত্বিক সংস্থা এথেন্স অবজারভেটরির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

এএফপির প্রতিবেদেন বলা হয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯ টায় এজিয়ান সাগরের তীরবর্তী ক্রিট ও ডোডেক্যানেস দ্বীপে এই ভূমিকম্প অনূভূত হয়। এথেন্স অবজারভেটরি জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র বা এপিসেন্টার ছিল দু’টি। মূল এপিসেন্টার রাজধানী এথেন্সের এজিয়ান উপকূলের ৪০৫ কিলোমিটর গভীরে অপরটি ক্রিট দ্বীপের গ্রাম জাকরোসের ২৪ কিলোমিটার গভীরে।

মাত্র দু’সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বারের মতো ভূমিকম্প হলো ক্রিটে। দু’সপ্তাহ আগে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়েছিল দ্বীপটিতে। তাতে মারা গিয়েছিলেন ১ জন এবং আহত হয়েছিলেন ১০ জন।

তবে মঙ্গলবারের ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। দেশটির জেষ্ঠ্য ভূতত্ত্ববিদ গেরাসিমোস পাপাদোপৌলস এএফপি এ সম্পর্কে বলেন, ‘সৌভাগ্যবশত, যেহেতু ভূমিকম্পের মূল এপিসেন্টারটি সাগর তলে, তাই গত ভূমিকম্পটির তুলনায় এতে লোকালয়ে ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটেনি।’

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button