দেশজুড়ে

গোলাম মর্তুজা পাপ্পাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে আওয়ামীলীগ নেতা আনছর আলী

লিখন রাজ,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনে ফের বিজয়ী হয়েছেন গাজী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) গাজী গোলাম মর্তুজা পাপ্পা। এই নির্বাচনে যৌথভাবে সর্বোচ্চ ভোট পেয়ে তিনি বিজয়ী হয়েছেন। এ নিয়ে তৃতীয়বারের মতো বিসিবি পরিচালক নির্বাচিত হলেন গাজী গোলাম মর্তুজা।

আজ মঙ্গলবার (১১ অক্টোবর) রাজধানীর পল্টনে গোলাম মর্তুজার পাপ্পার অফিস কার্যালয়ে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ করেছেন রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আনছর আলী।

এসময় উপস্থিত ছিলেন, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী কামরুল হাসান তুহিন, রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহন মিয়া, আওয়ামীলীগ নেতা নবী হোসেন প্রমুখ।

গত বুধবার (৬ অক্টোবর) সকালে বিবিসির পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে বেসরকারিভাবে ফল ঘোষণা করা হয়েছে। তাতেই জানা গেছে, সবশেষ পর্ষদের সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ভোট পেয়ে গাজী গোলাম মর্তুজা ফের বিসিবি পরিচালক হয়েছেন।

দেশের ক্রিকেটাঙ্গনে গাজী গোলাম মর্তুজা পরিচিত মুখ। এর আগে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিটনের (সিসিডিএম) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। বিসিবির সবশেষ টুর্নামেন্ট কমিটিতেও তিনি চেয়ারম্যান ছিলেন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button