দেশজুড়ে

মুন্সীগঞ্জে ট্যাবলেট খেয়ে ১ জনের আত্মহত্যা

আবু সাঈদ দেওয়ান সৌরভ, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে মো. সফিকুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তি কেরির টেবলেট খেয়ে আত্মহত্যা করেছে। গতকাল ১১ অক্টোবর সোমবার দিবাগত রাত ২ টার সময় গজারিয়া উপজেলার পুরাতন চর চাষী গ্রামে এ ঘটনা ঘটে।

তথ্য সুত্রে জানা যায়, গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের পুরাতন চর চাষী গ্রামের তিন সন্তানের জনক মো. সফিকুল ইসলাম সোমবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে পুরাতন চর চাষী গ্রামের কলাপাড়ার চকের মধ্যে কেরির ট্যাবলেট খেয়ে পড়ে আছে। এমন সংবাদ সফিকুল তাঁর লিবিয়া প্রবাসী ভাইকে ফোন করে জানায়। এ সময় ভাইকে অনুরোধ করে তাঁর সন্তানদের দেখে রাখতে। প্রবাসী ভাই তাৎক্ষণিক বিষয়টি পরিবারের লোকজনকে জানালে, পরিবারের লোকজন চকের মধ্য থেকে খোঁজাখুঁজি করে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে তাঁর চাচাতো ভাই মোসলেম মিয়া জানান, সফিকুল দীর্ঘদিন যাবৎ আর্থিক সমস্যার কারনে হতাশা গ্রস্থ ছিল। হয়ত হতাশা থেকেই কেরির ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে।

এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. রইছ উদ্দীন জানান, এ বিষয়ে অপমৃত্যুর একটি সংবাদ পেয়েছি। আইন অনুযায়ী পরর্বতী ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রাসঙ্গিক, নিহত মো. সফিকুল ইসলাম গুয়াগাছিয়া ইউনিয়নের পুরাতন চর চাষী গ্রামের আব্দুল আজিজ এর ছেলে। নিহত সফিকুল তিন ছেলে সন্তানের জনক।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button