যুক্তরাজ্যে বয়স্করা নিচ্ছেন করোনার বুস্টার ডোজ

0
78
injecting injection vaccine vaccination medicine flu man doctor insulin health drug influenza concept - stock image

যুক্তরাজ্যে ৮০ বছরের ঊর্ধ্বের নাগরিকদের মধ্যে এক-তৃতীয়াংশেরও বেশি করোনাভাইরাসের টিকার দুই ডোজ নেওয়ার বুস্টার ডোজ নিয়েছেন। যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য সেবা (এনএইচএস) পরিসংখ্যান মোতাবেক, ৮০ বছরের উপরের প্রায় ২৭ লাখ নাগরিক বুস্টার ডোজ নিয়েছেন।

জানা গেছে, করোনা মহামারি থেকে বয়স্কদের ঝুঁকি মোকাবিলায় সামনে বুস্টার ডোজের কার্যক্রম বাড়ানোর পরিকল্পনা করছে ব্রিটিশ সরকার। করোনাভাইরাসের টিকার তৃতীয় ডোজকে বলা হচ্ছে বুস্টার। এটি নেওয়ার ফলে শরীরের রোগ প্রতিরোধ শক্তি কয়েকগুণ বেড়ে যাচ্ছে।

এরই মধ্যে যুক্তরাজ্যে ৭৫-৭৯ বছর বয়সীদের মধ্যে ১৮ শতাংশ বুস্টার ডোজ নিয়েছেন এবং ৭০-৭৪ বছর বয়সীদের মধ্যে নিয়েছেন আট শতাংশ। সূত্র: বেলফাস্ট টেলিগ্রাফ।