নতুন ফিচার আনলো স্কাইপি

0
94

নতুন ফিচার এনেছে স্কাইপি। তারা জানিয়েছে- এখন থেকে এই সেবার মাধ্যমে একসঙ্গে ১০০ জন ভিডিও কল করতে পারবেন। স্কাইপি নিজেই এক বিবৃতির মাধ্যমে খবরটি জানায়।

করোনায় জনজীবন অবরুদ্ধ হয়ে পড়লে গুরুত্ব বাড়ে ভিডিও কলের। দিনে দিনে যা আরও জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ঠিক এমন সময় নতুন ফিচার নিয়ে হাজির হয়েছে স্কাইপি।

২৪ ঘন্টার টানা মেয়াদে ১০০ জন যোগ দিতে পারবে ভিডিও কলে। যাদের স্কাইপি অ্যাকাউন্ট নেই তারাও ভিডিও কলে যোগ দিতে পারবে। ২৪ ঘন্টা পরে নিজে থেকেই বিছিন্ন হবে কলটি। যোগ দেওয়া ১০০ জনের মধ্যে একসঙ্গে স্ক্রিনে দেখা যাবে ৪৯ জনকে।

স্কাইপির নির্মাতা সংস্থা মাইক্রোসফট বিবৃতিতে আরো জানিয়েছে, ডেস্কটপের জন্য নয়েজ ক্যানসেলেশন ফিচার যোগ হয়েছে। এর ফলে স্কাইপির ভিডিও কলে যখন কেউ যুক্ত হবেন এবং কথা বলবেন তখন পিছনের সমস্ত শব্দ নিজে থেকেই বন্ধ হয়ে যাবে।

সূত্র : আনন্দবাজার