Uncategorized

চারঘাটে গাঁজা ও দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেফতার

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর চারঘাটে পুলিশের অভিযানে গাঁজা ও বিভিন্ন দেশীয় অস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। থানা সূত্রে জানা যায়, সোমবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শলুয়া ইউনিয়নের জাফরপুর মধ্যপাড়া গ্রামে ওসি জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এসআই শাহনেওয়াজ ও এএসআই রাজু আহম্মেদ, মামুনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে মৃত আসলামের নিজ বাড়ি তল্লাশি করে বিছানার নিচে দেশীয় অস্ত্র ও ঘরের এক কিনারায় বস্তায় পলিথিন ভিতরে রাখা চার কেজি গাঁজা উদ্ধার করে এবং একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ ।

গ্রেফতারকৃত হলো জাফরপুর মধ্যপাড়া গ্রামের মৃত আসলামের ছেলে মোহাম্মদ আল বেরুনী আন (২১)। এব্যাপাওে মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহাঙ্গীর আলম ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন গ্রেফতারকৃত এই যুবক পুলিশের আড়ালে দীর্ঘদিন ধরে বিভিন্ন সন্ত্রাসমুলক কর্মকান্ডে জড়িত অপরাধে লিপ্ত থাকায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে অস্ত্র মামলা রুজু মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button