রাজনীতি

খালেদা জিয়াকে আবারো হাসপাতালে নেয়া হচ্ছে

মেডিক্যাল চেকআপের জন্য বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার বিকেল ৩টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাবেন।

বিষয়টি  নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার। মঙ্গলবার সকালে তিনি নয়া দিগন্তকে এ তথ্য নিশ্চিত করেন।

শামসুদ্দিন দিদার বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কিছু মেডিক্যাল চেকআপের প্রয়োজন রয়েছে। তাই রাজধানীর এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে বিকেল ৩টায় তিনি বাসা থেকে বের হবেন।

উল্লেখ্য, দীর্ঘ দিন যাবৎ নানা শারীরিক জটিলতায় ভুগছেন বিএনপি চেয়ারপারসন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button