সাইবার ক্রাইমের সাথে জড়িত থাকার অপরাধে রিয়াদে ৭ বাংলাদেশী গ্রেফতার

0
111

আব্দুল্লাহ আল মামুন সৌদি আরব: রিয়াদ পুলিশের মুখপাত্র মেজর খালেদ আল-ক্রাইদিস বলেছেন, সাইবার ক্রাইম মোকাবেলায় নিরাপত্তা শাখা সাত বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে যারা রেসিডেন্সি পারমিট (ইকামা) বিধি লঙ্ঘন করছে।

তাদের কে সিম কার্ডের অবৈধ বাণিজ্যের সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। সৌদি নাগরিকদের নামে সিম কার্ড নিবন্ধন করে বাণিজ্য করার তথ্যপ্রমাণ হাতে পেয়েছে সৌদি পুলিশ।

সিম কার্ডগুলি রিয়াদের দোকান থেকে সংগ্রহ করে অন্যের নামে নিবন্ধন করে অপরাধের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। তাদের কাছ থেকে জব্দকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ১৪৬১ সিম কার্ড, চারটি ফিঙ্গারপ্রিন্ট রিডার ও সাথেকিছু রিয়াল পাওয়া গেছে। মুখপাত্র আরও বলেন, এসকল বাংলাদেশীদের বিরুদ্ধে প্রাথমিক আইনি ব্যবস্থা নেওয়ার পর পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে।